চট্টগ্রাম বন্দর কাউকে হস্তান্তর করা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, “আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, বরং এটিকে আধুনিকায়ন ও সংস্কার করতে চাই।”
রবিবার দুপুরে রাজধানীতে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, “সরকার চায় বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় অংশ নিতে পারে। আমরা চাই, তারা টার্মিনালে বিনিয়োগ করুক এবং পরিচালনাও করুক।”
তিনি আরও জানান, ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে।
সংস্কার ও বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।