বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ‘লংমার্চ টু ইউজিসি’ শিরোনামে কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা গাজীপুর থেকে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানান, ‘গাজীপুর’ নামটি জাতীয় পর্যায়ের একটি বিশেষায়িত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বরূপ তুলে ধরে না এবং এ নামের কারণে একাডেমিক ও পেশাগত জীবনে পরিচয় সংকটে পড়ছেন তাঁরা।
প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব আল আসাদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পরিচয় সংকটে ভুগছি। বারবার আবেদন করেও কোনো সাড়া পাইনি। তাই আজ অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।”
অবস্থান চলাকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেকে আলোচনা করার আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি বাস্তবায়নের ঘোষণা ছাড়া তাঁরা আন্দোলন থেকে সরে আসবেন না।
শিক্ষার্থীরা জানায়, তারা নতুন নামের চারটি বিকল্প প্রস্তাব করেছে:
• বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি
• বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি
• বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি
• বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি
বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফখরুল হাসান ফয়সাল বলেন, “আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই। আমাদের দেয়া নামগুলো অথবা জাতীয় স্বার্থে যেকোনো গ্রহণযোগ্য নাম আমরা মেনে নেব, তবে ‘গাজীপুর’ নামটিই সমস্যা।”
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টি। প্রথমে নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয় ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’।
নাম পরিবর্তনের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। এর আগে তাঁরা স্মারকলিপি, মানববন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, রেলপথ অবরোধ, শাটডাউনসহ নানা কর্মসূচি পালন করেছেন।
শিক্ষার্থীদের দাবি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের ক্ষেত্রে ‘বাংলাদেশ’ শব্দটি তাদের পরিচয় ও মর্যাদার অংশ হিসেবে থাকা জরুরি।