বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা।
বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি ফিরোজা থেকে যুক্ত ছিলেন। আর লন্ডন থেকে ভার্চুয়ালি কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানের শুরুতেই, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শহীদদের আত্মত্যাগের স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “গণতন্ত্রের বিজয়ের সংগ্রামে শহীদদের রক্ত সর্বদা আমাদের প্রেরণার উৎস।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা গণতান্ত্রিক আন্দোলনের ঐক্য ও শক্তি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
বিএনপি নেতারা বলছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়াই একমাত্র সমাধান।