মুজাহিদুল ইসলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার (১৫ মে) গভীর রাতেও রাজপথ ছাড়েননি শত শত শিক্ষার্থী।
এর আগে সকাল ১১টায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেন শিক্ষার্থীরা। পথিমধ্যে পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে বাধার মুখে পড়েন তারা। এ সময় ইটপাটকেল ছোঁড়া, ধাওয়া-পাল্টাধাওয়া, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, গভীর রাতেও কাকরাইল মোড়ে সড়কে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। কেউ কেউ রাস্তাতেই ঘুমিয়ে কাটিয়েছেন রাত। থেমে থেমে চলেছে স্লোগান আর প্রতিবাদ।
আন্দোলনকারীরা বলেন, “বারবার আবাসন সংকট নিরসনের আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার আমরা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাব না।”
এদিকে পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্রুত বৈঠক হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে সরকার অবশ্যই কথা বলবে এবং সমাধানের চেষ্টা করবে।”
আন্দোলনের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
- স্থায়ী আবাসন সুবিধা নিশ্চিত করা
- ভর্তুকিভিত্তিক গণপরিবহন চালু
- ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ ও শিক্ষার নিশ্চয়তা
আন্দোলন আপাতত শান্তিপূর্ণ থাকলেও, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।