নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে বুধবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
মঙ্গলবার (৮ জুলাই) তিনি জানান, “এই গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। আমরা ভালো ফলের আশায় আছি।”
এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, “৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত নয়, আলোচনা চলছে। ৯ জুলাই পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ভালো কিছুর সম্ভাবনা এখনো আছে এবং বাংলাদেশ সেই লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করছে।”
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, শুল্ক আরোপের ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন চুক্তির খসড়া নথি পাঠানো হয়েছে। তিনি বলেন, “নথিটি বড় এবং বিস্তারিত। আমরা এখনও পুরোটা পর্যালোচনা করতে পারিনি। তবে জানতে চাইছি—তারা কী চায় এবং কতটা সমঝোতায় যেতে প্রস্তুত।”
এর আগে, সোমবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ঘোষণা দেন—বাংলাদেশসহ ১৪টি দেশের আমদানিপণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে তা হবে ৩৫ শতাংশ, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।
তবে ট্রাম্প একইসঙ্গে বলেছেন, দর-কষাকষির সুযোগ এখনো খোলা রয়েছে এবং কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে গ্রহণযোগ্য প্রস্তাব দেয়, তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনা সফল হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানিকারক দেশ হিসেবে তার সুবিধাজনক অবস্থান ধরে রাখতে পারবে। বিশেষ করে তৈরি পোশাক খাত এ ধরনের শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে।