স্টাফ রিপোর্টার:
দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এই সতর্কতা দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে “এক নম্বর সতর্ক সংকেত” (পুনঃ এক নম্বর) দেখাতে বলা হয়েছে।
এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত এক বুলেটিনে জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, এবং এর আরেকটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।
বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য স্থানে মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় বিরাজ করছে, যার ফলে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা বেড়েছে।
জনসাধারণ ও নদীপথে চলাচলকারী সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।