মুক্তাগাছা প্রতিনিধি;
মুক্তাগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ
চত্বরে এক র্যালী ও পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন, পিআইও সাখাওয়াত হোসেন, নিবার্চন কর্মকর্তা শারমিন সুলতানা, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী নায়েব আলী খান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা জনমূখী স্থানীয় সরকার গড়ে তোলা, জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় সরকারের কার্যাবলি জনগণকে অবহিত করণসহ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা,
মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলো।