কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী ভাষাসৈনিকদের গেজেট প্রকাশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেইট থেকে কেন্দ্রীয় শহীদমিনার পর্যন্ত সড়কের নাম ‘ ভাষা শহীদ সড়ক’ রাখার দাবী জানিয়েছেন। ২১ ফেব্রুয়ারী ২০২৫ শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী জানান।
তিনি আরো বলেন,বাংলাদেশী জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, আমাদের অনিবার্য পরিচয় আমরা বাংলাদেশী। ক্রিয়েটিভ শিল্পীগোষ্ঠীর মহাসচিব ইফতেখার মোমিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডভোকেট ইব্রাহীম খলিল মজুমদার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সফিকুল ইসলাম বাবুল প্রমুখ।