মুক্তাগাছা প্রতিনিধি:
আমি এখন নিজে হাঁস ও গরুর মালিক। বস্তায় শাকসবজির চাষ করি। নিজেও খাই,
প্রতিবেশিদেরকেও দেই। বিক্রি করে কিছু জমাই। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচের পাশাপাশি
সংসারেও খরচ করি। এহন আমাদের আর কোন অভাব নাই। কথাগুলো বলছিলেন চর-আধপাখিয়ার
ইউপিজি সদস্য জহুরা বেগম। অনুষ্ঠানটি আয়োজন করে মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ডভিশন
বাংলাদেশ।
মুক্তাগাছা এপির প্রোগ্রাম অফিসার শুভ্রা কুবি’র সঞ্চালনায় মানকোন ইউনিয়নের
শিবপুরে ইউজিপি সদস্যদের গ্রাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ এ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রোলেন্ড গমেজ, মানকোন
ইউনিয়নের এএইচআই মোঃ ছিদ্দিক হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার হারুনুর রশিদ,
জাহাঙ্গীর আলম আলম, মুক্তাগাছা উপজেলার ভিএফএ মোঃ আল-আমিন, সাংবাদিক ফেরদৌস তাজ
প্রমূখ। ইউপিজি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন চর-আধপাখিয়ার ইউপিজি সদস্য শিলা আক্তার,
পপি বেগম ও চাপুরিয়া ইউপিজি সদস্য রতœা আক্তার। অনুষ্ঠানে মোট ৫০ জন ইউপিজি সদস্য
উপস্থিত ছিলেন।