ভারতীয় একাধিক হ্যাকার গ্রুপ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা ওয়াসাসহ শতাধিক বাংলাদেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে। শুক্রবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ হামলা চালানো হয় বলে হ্যাকার গ্রুপগুলোর টেলিগ্রাম চ্যানেলে দাবি প্রকাশ করা হয়।
হ্যাকাররা নমুনা হিসেবে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও কোম্পানির আংশিক ডাটাও প্রকাশ করেছে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান ও মালয়েশিয়ার ওয়েবসাইটেও একইসঙ্গে হামলার দাবি করেছে তারা।
কারা হামলায় জড়িত
- ‘সেভেন প্রক্সি’ : এনবিআরে সাইবার হামলার দাবি করেছে। এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট থেকে তিন হাজারের বেশি শিক্ষার্থীর তথ্য চুরির অভিযোগ করেছে।
- ‘নাইট হান্টার’ : কনফিডেন্স গ্রুপের ওয়েবসাইটে হামলার কথা জানিয়েছে।
- ‘ট্রোজান ১৩৩৭’ : সাভার ও রোহিতপুর ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট দখলের দাবি করেছে। এ গ্রুপটি ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও তথ্য নেওয়ার দাবি করেছে।
- অপর একটি গ্রুপ ঢাকা ওয়াসার ওয়েবসাইটে হামলা করে তথ্য নিয়ে ভিডিও প্রকাশ করেছে।
বিশেষজ্ঞদের মত
সাইবার নিরাপত্তা প্রশিক্ষক আরিফ মঈনুদ্দিন বলেন,
- সরকারি ওয়েবসাইটে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই।
- দক্ষ প্রোগ্রামারের বদলে নতুনদের দিয়ে কাজ করানো হয়, ফলে সাইট দুর্বল থাকে।
- অনেক ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস বা কপি সাইটের মাধ্যমে, যেখানে ওপেন সোর্স টুলসের অপব্যবহার রয়েছে।
- এসএসএল সনদের অভাব ও পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের প্রবণতা নিরাপত্তার বড় ঝুঁকি তৈরি করেছে।
সরকারের প্রতিক্রিয়া
এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।