নিজস্ব প্রতিবেদক :
কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মাথায় ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে ঢাকা।
বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার পাশাপাশি উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, “আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতির উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের জনগণের কল্যাণে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।”
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে এটাই সবচেয়ে বড় সামরিক মুখোমুখি অবস্থান। কাশ্মিরে সন্ত্রাসী হামলায় বহু হতাহতের পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।