সদরুল আইন:
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের যুবারা। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় বৃহস্পতিবার (১৬ মে) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
আগামী ১৮ মে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।
দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল লাল-সবুজ
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে দেন বাংলাদেশের যুবারা।
- ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন আশিকুর রহমান।
- ৮০ মিনিটে মানিকের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল নিজেই।
নেপাল ৮৬ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায়। এরপর ইনজুরি টাইমে সমতা ফেরাতে নেপাল মরিয়া চেষ্টা করলেও গোলরক্ষক মাহিন এবং রক্ষণভাগের দৃঢ়তায় জয় রক্ষা করে বাংলাদেশ।
প্রথমার্ধে চাপে থাকলেও ফিরল দুর্দান্তভাবে
প্রথমার্ধে বাংলাদেশ কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে শক্তিশালী ভাবে। নেপাল বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে মাহিনের সেভ ও ভাগ্যের সহায়তায় গোল এড়ায় বাংলাদেশ।
এক নজরে:
- ফলাফল: বাংলাদেশ ২-১ নেপাল
- গোলদাতা: আশিকুর রহমান (৭৩’), নাজমুল হুদা ফয়সাল (৮০’)
- পরবর্তী ম্যাচ: ফাইনাল – ১৮ মে
- প্রতিপক্ষ: ভারত / মালদ্বীপ (সেমি-২ এর জয়ী দল)