বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ইং উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তঃ গুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, সকল বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, প্রভাত ফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ যোহর মসজিদে মিলাদ- দোয়া, মোনাজাত ও মন্দিরে প্রর্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।
বিধান মন্ডল
সালথা ফরিদপুর
১৭ ফেব্রুয়ারি ২০২৫ইং