বাংলা এফএম ডেস্ক:
চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স ও কর্মচারীদের চলমান কর্মবিরতির মধ্যে বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি ও রড হাতে একদল দুর্বৃত্ত হঠাৎ করেই কর্মবিরতিতে থাকা কর্মীদের ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হন। পরে কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, গতকাল (মঙ্গলবার) হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। ওই সময় তারা কেরোসিন ও পেট্রল ঢেলে আত্মহত্যার হুমকি দেয় বলে জানান পরিচালক। ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে বুধবার সকাল ৮টা থেকে কর্মবিরতিতে যান নার্স ও কর্মচারীরা।
এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। ফলে চিকিৎসা না পেয়ে চারশ থেকে পাঁচশ রোগী ফিরে যেতে বাধ্য হন। তাদের মধ্যে ছিলেন ফাতেমা খাতুন, যাঁর আজ চোখের ছানি অপারেশন হওয়ার কথা ছিল। তাঁর ছেলে শাহিদুর ইসলাম বলেন, “সকালেই মায়ের অপারেশনের জন্য এসেছিলাম, কিন্তু এসে দেখি কর্মবিরতি চলছে। কেউ কিছু বলতেও রাজি না। শুধু আমার মা না, আরও অনেক রোগী না চিকিৎসা পেয়ে ফিরে গেছেন।”
চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনেরা।