উৎফল বড়ুয়া:
বাংলাদেশের চা শিল্পে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় চা পুরস্কার ২০২৫’-এ সম্মানিত হলো ইস্পাহানি গ্রুপ। প্রতিষ্ঠানটির ‘মির্জাপুর চা বাগান’ শ্রমিক কল্যাণে বিশেষ অবদান রাখায় ‘শ্রেষ্ঠ চা-বাগান (শ্রমিক কল্যাণ)’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে।
একই অনুষ্ঠানে ইস্পাহানির মালিকানাধীন ‘নেপচুন চা বাগান’-এর চা শ্রমিক জেসমিন আক্তার টানা দ্বিতীয়বারের মতো ‘সর্বোচ্চ চা-পাতা চয়নকারী’ হিসেবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন।
বুধবার ঢাকায় জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি। তিনি বলেন, “এই স্বীকৃতি ইস্পাহানির শ্রমিকদের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং দায়বদ্ধতার ফল। আমরা সবসময় বিশ্বাস করি, কল্যাণই উৎপাদনের প্রধান চালিকা শক্তি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ্ মঈনুদ্দীন হাসান এবং বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান।
চা শিল্পে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ড যৌথভাবে প্রতিবছর ‘জাতীয় চা পুরস্কার’ প্রদান করে থাকে। এ বছর ইস্পাহানির অর্জনকে বাংলাদেশের চা শিল্পের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।