শাহজাদপুর (সিরাজগঞ্জ), শনিবার:
“পুষ্টির জন্য দুধ ও ঘির বিকল্প নেই। তাই বলা হয়, ঋণ করে হলেও একটু ঘি খান।” — এ মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারা বাথানে এলডিডিপি পিজি খামারিদের সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:
- প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান
- পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ
- পরিচালক (উৎপাদন) এ বি এম আব্দুর রাজ্জাক
- এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিন
- বৈষম্যবিরোধী সমন্বয়ক জাকারিয়া জিহাদ ও ফারজানা মিমি
এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. সোনালী খাতুন।