নিজস্ব প্রতিবেদক:
বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য নিয়োগকৃত তত্ত্বাবধায়ককে ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা করেছেন হাইকোর্ট।
তবে, গত ১০ নভেম্বর প্রতিষ্ঠানটিতে তত্ত্বাবধায়ক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত যথাযথ বলে স্বীকৃতি দিয়েছে আদালত। বুধবার (১২ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের দাখিলকৃত রিটের পরিপ্রেক্ষিতে আদালতের রায়ে বলা হয়, বেক্সিমকো গ্রুপ নিজেই তাদের ব্যবসা পরিচালনা করবে।
একইসঙ্গে, বেক্সিমকোর ঋণসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার মুনিরুজ্জামান ও বেক্সিমকোর পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল অংশ নেন।
গত বছরের ৫ সেপ্টেম্বর হাইকোর্টের একই বেঞ্চ বাংলাদেশ ব্যাংককে বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দেয়।
সেইসঙ্গে, বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।