সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রথম পর্যায়ে ৯২ জন যোদ্ধাকে এককালীন এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা ও চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ এবং গণঅভ্যুত্থান বিষয়ক শিক্ষার্থী প্রতিনিধি সেল আলী আব্বাস শাহিন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “যাদের তথ্য যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং যারা সরকারি গেজেট তালিকাভুক্ত হয়েছেন, তাদেরকেই প্রাথমিকভাবে এই অনুদান দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে আরও অনেকে এই অনুদান ও সম্মাননার আওতায় আসবেন।”
অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ ও আবেগঘন। অনুদানপ্রাপ্ত অনেক আহত যোদ্ধা বলেন, “অবশেষে রাষ্ট্র আমাদের ত্যাগকে স্বীকৃতি দিলো। এই সহানুভূতি আমাদের আত্মত্যাগকে মর্যাদা দিল।”