শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছে দুই জেলে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশের একটি গাছ থেকে তাকে উদ্ধার করে বাড়ি ফেরেন তাঁরা।
ওই বৃদ্ধ নারী তাঁর নাম বলছেন শুকুরুন নেছা। স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। এছাড়াও তিনি তার ঠিকানা বলেছেন খুলনার তেরখাদা থানার কাটাংগা গ্রাম। এছাড়া আর কিছুই বলতে পারছেন তিনি। তাকে কিছুটা মানসিক ভারসম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁর ছেলে আলমগীর খাঁ জানান, তিনি ও তাঁর সহযোগী রহমান গাজী তিন দিন আগে কাঁকড়া ধরতে যান সুন্দরবনে। কাঁকড়া ধরে বৃহস্পতিবার বিকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ফিরে আসার সময় বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে শুয়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গাবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম বলেন, ৯নং সোরা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করে বাড়ি ফেরার সময় এক নারীকে গাছে ডালে শুয়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রাতে বাড়িতে রেখে সকালে পরিষদে নিয়ে আসেন। এখন তিনি ইউনিয়ন পরিষদের হেফাজতে আছেন।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, গতকাল রাতে এমন একটি ঘটনা কথা আমরা জানতে পেরেছি। কিভাবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে গেলেন, তা শুধু তিনিই বলতে পারবেন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।