নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারির পর আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কোনো প্রতিকূল প্রতিক্রিয়া আশা করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হবে?’—এই শিরোনামে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “আমি মনে করি না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা ছিল প্রয়োজনীয়।”
তিনি আরও বলেন, “পশ্চিমা গণতন্ত্রেও মানবতাবিরোধী অপরাধে যুক্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালিতে নাৎসি ও ফ্যাসিস্ট দল, স্পেন ও বেলজিয়ামে উগ্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও অনুরূপ পদক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছিল।”
জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্ব ও কর্মীরা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। তারা দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ব্যাংক লুট ও বিদেশে অর্থ পাচার করেছে।”
‘গণতান্ত্রিক বিশ্ব এমন কোনো দলকে সমর্থন করবে না যারা খুনি, দুর্নীতিগ্রস্ত এবং গণতন্ত্রবিরোধী’—মন্তব্য করে তিনি আশ্বস্ত করেন, “এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক মহলে কোনো নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কা নেই।”
উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, নিবন্ধন স্থগিতের প্রশ্ন এবং দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ বর্তমানে দেশে-বিদেশে আলোচনার কেন্দ্রে রয়েছে।