“ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ক্লাস-বর্জন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেতানিয়াহু-ইউনূসের সম্পাদিত করমর্দন ছবি”
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস করমর্দন করছেন। এই ছবিটি চলমান গাজা সংকটের প্রতিবাদে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলা ক্লাস-বর্জন আন্দোলনের প্রেক্ষিতে শেয়ার করা হয়েছে।
তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার প্রকাশ করেছে, ছবিটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং এটি দুটি আলাদা ছবি জোড়া দিয়ে সম্পাদিত করা হয়েছে। মূল ছবিটি ২০২৩ সালের ১৮ মে পর্তুগালের পোর্তো শহরে ড. ইউনূসের প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডি সুজার সঙ্গে করমর্দন করার সময়ের ছবি ছিল। ছবির পর্তুগাল প্রেসিডেন্টের মুখ পরিবর্তন করে নেতানিয়াহুর মুখ বসিয়ে দেওয়া হয়েছে, যা আসলে একটি বানোয়াট সৃষ্টি।
এটি স্পষ্ট যে, ড. ইউনূস ও নেতানিয়াহুর মধ্যে কোনরকম সাক্ষাৎ বা করমর্দন হয়নি, এবং ছবি সম্পাদনার মাধ্যমে এটি বিভ্রান্তি ছড়ানো হয়েছে।