পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত দীর্ঘ ছুটি আরও বাড়ানো হয়েছে। পূর্বঘোষিত পাঁচ দিনের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি যুক্ত করায় এবার সরকারি কর্মীরা টানা নয় দিন ছুটি উপভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ৩ এপ্রিলও ছুটি থাকবে। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা নয় দিন ছুটি নিশ্চিত হয়েছে।
ছুটির সময়সূচি
- ২৮ মার্চ (শুক্রবার) – সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটি
- ২৯ মার্চ থেকে ৩১ মার্চ – ঈদুল ফিতরের ছুটি
- ১ ও ২ এপ্রিল – অতিরিক্ত ছুটি
- ৩ এপ্রিল – নির্বাহী আদেশে ছুটি
- ৪ ও ৫ এপ্রিল – সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)
এদিকে, সরকারি ছুটির নিয়ম অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার সুযোগ নেই। তবে, অর্জিত ছুটি বা ঐচ্ছিক ছুটি নেওয়ার বিধান রয়েছে।
ব্যাংক ও জরুরি সেবাপ্রতিষ্ঠানের কার্যক্রম
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠানের ছুটি তাদের নিজস্ব বিধি-বিধানের আওতায় পড়ে, তারা জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে। সাধারণত ঈদ সামনে রেখে কিছু সরকারি-বেসরকারি ব্যাংকের শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়, তবে এবারের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
স্বাধীনতা দিবস ও অফিসের কার্যক্রম
উল্লেখ্য, ছুটির দুই দিন আগেই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি রয়েছে। তবে ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা থাকবে।
সরকারি এ দীর্ঘ ছুটি দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বিশ্রাম ও পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর একটি বড় সুযোগ এনে দিয়েছে।