ঢাকা, ১০ এপ্রিল:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার দিবাগত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ”-এ এক পোস্টে ঘোষণা দেন, চীন বাদে অন্যান্য দেশের ওপর ধার্য করা বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত থাকবে। তবে এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ হারে কার্যকর হবে।
চীনের বিষয়ে আরও কঠোর অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, “বিশ্ববাজারের প্রতি শ্রদ্ধার ঘাটতির কারণে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন শেষ। এখন সময় এসেছে ন্যায্য বাণিজ্যের।”
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ এবং ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) এর মাধ্যমে ৭৫টিরও বেশি দেশ বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত ইস্যুতে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।
বিশ্লেষকদের মতে, এই শুল্ক স্থগিতাদেশ বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পোশাক ও অন্যান্য পণ্যের রপ্তানিতে বাংলাদেশ সাময়িকভাবে সুবিধা পেতে পারে।