মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টনে এক নারীর লাশ উদ্ধারের পরেরদিন তার পরিচয় পাওয়া গেছে।
নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। সে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে বসবাস করতেন বিউটি। তাদের সংসারে রয়েছে দুই ছেলে সন্তান।
আজ রবিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
তিনি জানান, সদর উপজেলার সড়কের পাশ থেকে কাটুনের ভিতরে নারীর লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তে আইন -শৃঙ্খলা বাহিনী মাঠে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত পরিচয় নিশ্চিত করা হয়। পরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটির স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকা থেকে কার্টনবন্দী অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
প্রবণতা
- কুষ্টিয়ায় বিয়ের আগে রাতে কনের বাড়ীতে ভয়াবহ ডাকাতি
- নীলফামারীতে নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন স্ত্রী শিউলি
- সারিয়াকান্দিতে দেয়ালে গ্রাফিতি অঙ্কন নিয়ে ইউএনও’র বিরুদ্ধে সংবাদ মনগড়া ও ভিত্তিহীন
- দুই বছরের শিশুকে রেখে না ফেরার দেশে মা-বাবা
- জুলাই আন্দোলনে ছররা গুলিতে চোখ হারানো রবিউলের জীবনে এখন শুধু অন্ধকার
- কাপাসিয়ায় ছুরিকাঘাতে স্কুল দপ্তরির মৃত্যু
- চলতি বছর তিনটি যৌথ মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী
- আসন্ন নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা