ভারতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) কর্তৃক নিবন্ধিত এক রোহিঙ্গা পরিবারকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF)। মঙ্গলবার (৭ মে) ভোরে কুড়িগ্রামের ভাওয়ালকুড়ি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক পাঁচজন একই পরিবারের সদস্য। তারা হলেন মোহাম্মদউল্লাহ (৪৪), তার স্ত্রী রোমানা বেগম (৩৫), মেয়ে তাহমিনা আক্তার (২০), ছেলে রেদোয়ান (১৫) ও ছোট মেয়ে তাসমিনা আক্তার (১৩)। পরিবারটি মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং জেলার কোয়াইংডং এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে চরভুরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে পরিবারটিকে আটক করা হয়। তাদের কাছ থেকে UNHCR, নয়াদিল্লি কর্তৃক ইস্যুকৃত পাঁচটি রেজিস্ট্রেশন কার্ড পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরিবারটি দুই বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় এবং আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিল। সম্প্রতি, কিছু অজ্ঞাত লোক তাদের জোরপূর্বক গাড়িতে তুলে নেয়, চোখ বেঁধে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক অজানা স্থানে নামিয়ে দিয়ে সামনে হাঁটতে বলে। সারারাত হাঁটার পর তারা ভোরে বাংলাদেশের সীমান্তে পৌঁছায়।
বিজিবি সূত্র জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ-ইন কর্মকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে এবং বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।
সোনাহাট আলফা কোম্পানির কমান্ডার সুবেদার মো. আইয়ুব হোসেন বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর। আটক ব্যক্তিদের কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদরে হস্তান্তর করা হয়েছে।”