পাবলিক প্লেস বা জনপরিসরে ধূমপান নারী ও পুরুষ উভয়ের জন্যই অপরাধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন, সেজন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।
রাজধানীর লালমাটিয়ায় গত শনিবার সন্ধ্যায় দুই তরুণীকে ঘিরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ওই ঘটনা শেষ পর্যন্ত থানায় গড়ানো এবং তরুণীদের নিয়ে বিতর্ক সৃষ্টির বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাবলিক প্লেসে ধূমপান করা কোনো অবস্থাতেই উচিত নয়।”
তিনি আরও বলেন, “আমি যতটুকু জানি, দুই তরুণী সিগারেট খাচ্ছিলেন এবং কিছু লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা তাদের বাধা দেয়ার পর তরুণীরা চা ছুঁড়ে মেরেছিল।”
এরপর, তিনি সবাইকে পুনরায় অনুরোধ জানান যে, “পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ সবার জন্য অপরাধ।”
রমজান মাসের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রোজার সময় সবারই সংযমী হওয়া উচিত। আমাদের ধর্মীয় উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, রমজানে দিনের বেলা যেন কেউ বাইরে খাবার না খায়। এতে রোজাদারদের সম্মানিত করা যায়।”
রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, “অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, তবে আমাদের দেশে অনেক সময় দেখা যায়, রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়।”
তিনি আরও বলেন, “আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, তারা যেন রমজানের সময় দাম বাড়ানোর পরিবর্তে তা কমিয়ে রাখে।”
এক প্রশ্নের উত্তরে, উপদেষ্টা বলেন, “এটা আপনাদের স্বীকার করতে হবে যে, এবারের রমজানে জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে।” তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানোর জন্য যদি প্রয়োজন না পড়ে, তবে এটি আরও ভালো হবে।