বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০টি দেশের তালিকায় এবার উঠে এসেছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইউএস নিউজ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ৪৭তম। এ তালিকায় বাংলাদেশ পিছনে ফেলেছে ইউরোপের উন্নত দেশ আয়ারল্যান্ড–কেও।
ড.ইউনুসের নেতৃত্বে মাত্র ৮ মাসে বিশ্বের ১২৩তম স্থান থেকে ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ
শক্তিশালী দেশের এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং জার্মানি।
তালিকাটি প্রণয়নে বিবেচনায় নেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়—যেমন একটি দেশের বৈশ্বিক রাজনৈতিক প্রভাব, সামরিক বাজেট, পররাষ্ট্র নীতি, অর্থনৈতিক সক্ষমতা, এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। পাশাপাশি, সংশ্লিষ্ট দেশের নেতা কতটা প্রভাব বিস্তার করতে সক্ষম, রপ্তানি শক্তি কেমন, এবং কতটা আন্তর্জাতিক মিত্র রয়েছে—সেসব দিকও বিবেচনায় নেওয়া হয়েছে।
বাংলাদেশের এই অর্জন দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। কারণ, এ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি স্থান পেয়েছে শুধু ভারত, যার অবস্থান ১২তম। এদিকে পাকিস্তান, নেপাল, ভুটান কিংবা মালদ্বীপ তালিকায় স্থান পায়নি।
বাংলাদেশের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি—যা বিশ্ব মঞ্চে দেশের ক্রমবর্ধমান অবস্থান ও সম্ভাবনারই প্রতিফলন।