দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার স্থানীয় সময় ভোরে টোঙ্গার মূল ভূখণ্ডের প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র টোঙ্গার উপকূল বরাবর ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছিল। পরে বিপজ্জনক ঢেউ দেখা না যাওয়ায় সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।
টোঙ্গা ১৭০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি পলিনেশীয় রাষ্ট্র, যেখানে প্রায় এক লাখ মানুষের বসবাস। ২০২২ সালের জানুয়ারিতে হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সৃষ্ট সুনামি দেশটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।
অপরদিকে, সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিয়ানমারে অন্তত ১,৭০০ জনের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে, যেখানে এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
এই প্রাকৃতিক দুর্যোগগুলোর ফলে সংশ্লিষ্ট দেশগুলোতে উদ্বেগ ও সতর্কতা বৃদ্ধি পেয়েছে।