কুষ্টিয়া ৯ মার্চ ২০২৫
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলাসহ দুটি হত্যা চেষ্টা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। রোববার বেলা ৩টার দিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কড়া পুলিশ পাহারায় আদালতে হাজির করা হলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসলে নগ্ন হামলার শিকার হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পরে ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান নিজে বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার চার নম্বর আসামি হাসানুল হক ইনু। এছাড়া ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরিফুল ইসলাম বাদী হয়ে আরো একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলাতেও হাসানুল হক ইনুকে আসামি করা হয়। দুটি মামলায় রোববার বেলা আড়াইটার দিকে হাসানুল হক ইনুকে কড়া পাহারায় কুষ্টিয়ায় আদালতে হাজির করা হয়। এ সময় বিপুল সংখ্যক জাসদ নেতাকর্মী আদালত চত্বরে ভীড় করেন।
প্রবণতা
- সাভারে পরিবহন রংমিস্ত্রিকে গুলি করে হত্যা
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিইউ রেডিওর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন
- অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি: ফুলেল শুভেচ্ছায় সিক্ত এসএমপি কমিশনার রেজাউল করিম
- গৃহকর্মীর ভিটেমাটি উদ্ধার: কুলাউড়ায় এসিল্যান্ডের নজিরবিহীন মানবিকতা
- জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হলেন পাবনার মুহাম্মাদ আসাদুল্লাহ
- শরীয়তপুর শহরের সড়ক দখলমুক্ত করতে গুঁড়িয়ে দেওয়া হলো ১৫টি অবৈধ স্থাপনা
- পাবিপ্রবি’র প্রথম জাতীয় কনফারেন্সের মাধ্যমে গবেষণার দ্বার উম্মোচিত হয়েছে
- বাহুবলে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক