সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং এনজিও সংস্থা প্রচেষ্টার সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার। প্রধান অতিথি ছিলেন;উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি বলেন,“সরকার নারীদের ক্ষমতায়ন,অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। নারী এখন শুধু পরিবারে নয়,দেশের উন্নয়নেও সমান অবদান রাখছে।”
তিনি আরও বলেন,“নারীরা যদি কোনো ধরনের সহিংসতার শিকার হন, তাহলে ১০৯ নম্বরে ফোন করলেই দ্রুত আইনি সহায়তা পাবেন।”
নারীদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে ইউএনও বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শুধু একজন মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে না, পুরো সমাজকেই পিছিয়ে দেয়। একে প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
নারী দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল।
সভায় নারীর ক্ষমতায়ন,সহিংসতা প্রতিরোধ ও কর্মসংস্থানে নারীদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, নারী উন্নয়নকে ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ জরুরি।