বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানীকে স্বাধীনতা পদকের জন্য প্রাথমিকভাবে আলোচনা করা হলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
স্বাধীনতা পদকের জন্য মঙ্গলবার যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে জেনারেল ওসমানীর নাম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা তৈরি হয়।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘জেনারেল ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। চলতি বছরে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করেছিল। তবে কোনো বাংলাদেশি এর আগে একাধিকবার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার নজির না থাকায় এই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।”