মোহাম্মদ ইছমাইল,যুগ্ম আহ্বায়ক:
ভাসানী অনুসারী পরিষদের (ভাসানী জনশক্তি পার্টি) আহ্বায়ক আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে উপরোক্ত কথা বলেন।
এস আলম, সামিট গ্রুপসহ ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরা ও অর্থ পাঁচারকারীদের অবৈধ সম্পদ এবং পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রের মালিকানায় নেয়ার দাবিতে ভাসানী অনুসারী পরিষদ (ভাসানী জনশক্তি পার্টি) আজ ২২ মার্চ সকাল ১১ টায় সংগঠনের যুগ্ম সদস্য সচিব হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেন, দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে।
চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও ব্যাভিচার ক্রমাগত বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিবে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদের আলমাস বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি সুষ্ঠ নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করলেও জনগণের কাঙ্খিত লক্ষ্য পূরণ হয়নি। দেশে আইনের শাসনের পরিবর্তে প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে। এরূপ অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, মোঃ আরিফুর রহমান, কেন্দ্রীয় সদস্য চাষী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মোশাররফ হোসেন, যুব পরিষদের সভাপতি এডভোকেট আলামিন, নারীনেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।