নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনার তরুণ সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি।
গত ১৭ মে ঘোষিত ‘জাতীয় যুবশক্তি’-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে খুলনা বিভাগের প্রতিনিধি হিসেবে মনোনীত হন তিনি। দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ও আদর্শনিষ্ঠ রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওয়াহিদ অনি। ছাত্র আন্দোলন থেকে সাংস্কৃতিক প্রতিরোধ—সবক্ষেত্রেই তিনি দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন।
তিনি খুলনা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন লড়াকু সংগঠক ছিলেন। এই আন্দোলনের ভিত্তিতে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন ‘রংমশাল’-এর উপদেষ্টা হিসেবে যুক্ত থেকে সাংস্কৃতিক প্রতিরোধের ভাষা ও শক্তিকে নতুন মাত্রায় উপস্থাপন করেন।
এছাড়া খুলনার আন্দোলনমুখর সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ‘বিপ্লবী সাংস্কৃতিক জোট’-এরও তিনি অন্যতম সংগঠক। তার বিশ্বাস, সাংস্কৃতিক লড়াই রাজনৈতিক চেতনার বিকাশে একটি অপরিহার্য হাতিয়ার।
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনার তরুণ সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি।
গত ১৭ মে ঘোষিত ‘জাতীয় যুবশক্তি’-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে খুলনা বিভাগের প্রতিনিধি হিসেবে মনোনীত হন তিনি। দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ও আদর্শনিষ্ঠ রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওয়াহিদ অনি। ছাত্র আন্দোলন থেকে সাংস্কৃতিক প্রতিরোধ—সবক্ষেত্রেই তিনি দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন।
তিনি খুলনা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন লড়াকু সংগঠক ছিলেন। এই আন্দোলনের ভিত্তিতে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন ‘রংমশাল’-এর উপদেষ্টা হিসেবে যুক্ত থেকে সাংস্কৃতিক প্রতিরোধের ভাষা ও শক্তিকে নতুন মাত্রায় উপস্থাপন করেন।
এছাড়া খুলনার আন্দোলনমুখর সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ‘বিপ্লবী সাংস্কৃতিক জোট’-এরও তিনি অন্যতম সংগঠক। তার বিশ্বাস, সাংস্কৃতিক লড়াই রাজনৈতিক চেতনার বিকাশে একটি অপরিহার্য হাতিয়ার।