গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
২১ মার্চ বিকালে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সৌরভ আহমেদ এর পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় উত্তরাঞ্চল সংগঠক (এনপিপির) ও গাইবান্ধা -৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (এমপি) নাজমুল হাসান সোহাগ, আরো উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা শাখার আবুল বাসার,রাশেদুল ইসলাম জুয়েল, ফিদা হাসান,মনিরুজ্জামান সবুজ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাকিল শেখ,শরিফুল ইসলাম আকাশ,বায়েজিদ বোস্তামী জিম প্রমূখ।
এতে বক্তারা বলেন,বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম। জনগণের মঙ্গলের কথা বিবেচনা করে বৈষম্য বিরোধী রাস্ট্র গঠনের নিমিত্তে আমাদের দল কাজ করবে।