মোহাম্মদ মাসুদ মজুমদার:
কুমিল্লায় ৭১ ও ২৪ এর আহত ও শহিদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে গণইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নগরীর চাঙ্গিনী এলাকায় এ গণ ইফতার এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বেশ কয়েকজন শহিদের পরিবার এবং স্বজনরা অংশ গ্রহণ করেন। গণ ইফতারে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
উক্ত প্রোগ্রামে প্রধান আলোচক ছিলেন
জাপান সরকার কর্তৃক দ্যা রাইজিং সান এ ভূষিত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল হক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সমন্বয়ক, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লা ড. শাহ মোঃ সেলিম, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উতবাতুল বারি আবু, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর যুগ্ম সদস্য সচিব জিয়াউদ্দিন মোঃ রুবেল ,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সংগঠক নুর আলম হাসান, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর যুগ্ম সদস্য সচিব মাহির তাজ ওয়ার ওহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সংগঠক ফারহা এমদাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য নাজমুল হক জিসান, নিরাপদ সড়ক আন্দোলন এর বেসরকারি বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধি জাহিদুল হক অনিক, বৈষম্য বিরোধী আন্দোলন এর সক্রিয় সদস্য জাফরিন হক।
বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক সংগঠক তুহিন আহমেদ প্রজন্ম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর এর আহবায়ক আবু রায়হান।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং এনসিপি নেতা আবু রায়হান বলেন, বহু রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমরা কোনভাবেই জুলাই আগস্ট বিপ্লবের ফসল নষ্ট হতে দিব না। দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে আরো সংগ্রাম চালিয়ে যাব। নতুন করে যেন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সে জন্য আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাব।
তিনি আরও বলেন, দেশ স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে যারা আহত এবং শহিদ হয়েছেন তাদেরকে আমরা সারা জীবন সামনে রেখেই এগিয়ে যাব। তারা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।