মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে একটি বসতবাড়ির পাশে পরিবেশ দূষণকারী পোল্ট্রি ফার্ম পরিচালনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে এক খামার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. ফাতেমাতুজ জোহরা এবং আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, পশু আইন ২০০৫ অনুযায়ী ওই খামারিকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি ফার্মের পরিচ্ছন্নতা বজায় রাখা ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসন জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।