কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ঈদুল আজহার আগে বাজারে ভেজাল ও নকল সয়াবিন তেল সরবরাহে জড়িত একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) রাতে উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা হয় ১৪শ’ খালি বোতল, ৫টি ভুয়া ব্র্যান্ডের স্টিকারসহ নকল তেল তৈরির নানা উপকরণ।
আসামিকে জরিমানা ও কারাদণ্ড
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান,
“দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর হোসেন ও জামাল হোসেন নামে দুই ব্যক্তি অবৈধভাবে ভেজাল খোলা তেল বোতলজাত করে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরের ছেলে ওমর ফারুককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানা সিলগালা করে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
এর আগেও একই কারখানায় অভিযান চালিয়ে প্রশাসন জরিমানা করেছিল, কিন্তু তাতে ব্যবসার ধরণ বদলায়নি বলে জানান তিনি।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতারণা
স্থানীয়রা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করে আসছিল। নকল তেল ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ আয় করছিল তারা।
প্রশাসনের হুঁশিয়ারি
উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদকে সামনে রেখে ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান চলবে। সাধারণ জনগণকে ভেজাল বা সন্দেহজনক কোনো পণ্যের সন্ধান পেলে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।