জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে মাছের ঘের নির্মাণ করায় আজমল হক নান্টু মালত নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আরশিনগর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। অভিযানে কৃষিজমি কাটায় ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়।
জানা গেছে, অভিযুক্ত আজমল হক নান্টু মালত সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক বলেন, “কৃষিজমির শ্রেণি পরিবর্তন করা আইনত নিষিদ্ধ। কেউ যাতে ড্রেজার বা ভেকু দিয়ে কৃষিজমির ক্ষতি করতে না পারে, সে উদ্দেশ্যেই আমাদের এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।