বিশেষ প্রতিনিধি:
রংপুরে নিয়ম বহির্ভূতভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মেজবান কোম্পানি লিমিটেড ও মেজবান ফুডের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ে এক ভোক্তা লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, শাহি গরম মসলা, পাঁচফোড়ন, সরিষার তেল, ঘি ও মধুসহ বিভিন্ন পণ্য উৎপাদন করছে, কিন্তু এসব পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে।
অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টায় অধিদপ্তরের সরকারি পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে একটি দল মেজবান কোম্পানি লিমিটেড ও মেজবান ফুডে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। দেখা যায়, পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য উল্লেখ নেই। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারা অনুযায়ী ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া তারা ট্রেড লাইসেন্স, আরজেএসসি অনুমোদন, ব্র্যান্ড লোগো অনুমোদন, টিআইএন সার্টিফিকেট, ভ্যাট বিল সার্টিফিকেট ও বিএসটিআই লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মেজবান কোম্পানি লিমিটেড এন্ড মেজবান ফুড প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে লাইসেন্সহীনভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল।