দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ—‘জকসু’ গঠনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গঠনতন্ত্র অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানিয়েছেন, আগামী রোববার বা সোমবার তফসিল ঘোষণা করা হবে, এবং ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের এ আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ছাত্রসংগঠনগুলো ইতিমধ্যেই প্রার্থী বাছাই ও প্রচারণার প্রস্তুতি শুরু করেছে। শিক্ষার্থীরা বলছেন, “জকসু কোনো দলের সংসদ নয়, এটি হবে ২০ হাজার শিক্ষার্থীর অধিকার আদায়ের প্ল্যাটফর্ম।”
গেল বুধবার শিক্ষা মন্ত্রণালয় জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২১টি পদে নির্বাচন হবে, আর প্রতিটি হল সংসদের ১৫টি পদের মধ্যে ১৩টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ছাত্রদল, ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, আপ বাংলাদেশ ও ছাত্রঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের দাবি জানিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন,
“আগামী রোববার বা সোমবারের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের ১০ তারিখের মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”
 
			 
			






