শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত ২৮ জন পুলিশ কনস্টেবলদের জন্য ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (৭ জুলাই) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. শফিকুল ইসলাম, পুলিশ লাইন্সের আরআই মোস্তফা কামাল, রিজার্ভ অফিস সাতক্ষীরার আরও ওয়ান মো. মিরাজুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণের শুরুতে জেলা পুলিশ সুপার নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্নেহভরে বরণ করে নেন এবং তাদের পেশাজীবনের এই নতুন অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্যে থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হল। তোমাদের সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”