সাতক্ষীরা প্রতিনিধি :
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ়করণ,দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করার লক্ষ্যে সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের বিএএম উপ-পরিচালক মো. নুরুল হাসান ফারিদী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,১৯৫২ ভাষা আন্দোলন,১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের জীবন উৎসর্গকারী বীর শহীদ,যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।দেশব্যাপী তৃণমূল পর্যায়ের বেকার তরুণ-তরুণীদের যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আনসার ভিডিপির সমৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।আনসার বাহিনীকে যুগোপযোগী করার লক্ষ্যে সংস্কারের অংশ হিসেবে সকল ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির জন্য পেশাদারিত্ব মনোভাব পোষণ করা এবং সাম্যতা ও সর্বক্ষেত্রে ন্যায্য হক নিশ্চিত করতে হবে।
সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ আশরাফুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় জেলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন মো. আব্দুস সালাম, ডিজিএফআই উপ-পরিচালক মো. রেজাউল হক চৌধুরী,জেলা মৎস্য অফিসার জি.এম সেলিম, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম,জেলা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম।
এসময় জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান বলেন, বাংলাদেশ আনসার বাহিনীর গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য আছে।এই বাহিনী ১৯৫২ ভাষা আন্দোলন ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে।দেশ গঠনে আনসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্রীড়া ও সংস্কৃতি সহ জেলা আনসার ও ভিডিপির সার্বিক কর্মকান্ডে অংশগ্রহণ লক্ষনীয়।বর্তমান পরিস্থিতিতে গ্রাম ও শহরের নিরাপত্তা ব্যবস্থায় আনসার বাহিনীর ভূমিকা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকর করার পরিকল্পনা আছে।পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীাত রক্ষা ও জেলার সকল পূজা মন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়া ২০২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ে জেলার অরক্ষিত থানা গুলোর নিরাপত্তা জোরদার ও লুট হওয়া অস্ত্র,গুলি উদ্ধারে অবদান রাখায় আনসার বাহিনীর ভুমিকা প্রশংসনীয়।
এসময় আরো উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়ন খুলনার পরিচালক মোল্ল্যা আবু সাঈদ,আনসার ব্যাটালিয়ন যশোরের পরিচালক মো.তরফদার আলমগীর হোসেন,সংযুক্ত খুলনা রেঞ্জের উপ-পরিচালক মো.আজিম উদ্দীন,যশোর জেলা কমান্ড্যান্ট মো. আল আমিন হোসেন,খুলনা জেলা কমান্ড্যান্ট মো.মিনহাজ আরেফিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি,জেলা হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তা মো.আজগর আলী প্রমুখ।
এছাড়া সাতক্ষীরা জেলায় কর্মরত বর্তমান ও সাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ বিভিন্ন পদবীর প্রাধিকারকৃত ৩০০ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জেলা সমাবেশের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা,প্রশিক্ষণে কৃতিত্ব এবং দায়িত্ব পালনে নিষ্ঠার জন্য বেশ কয়েকজন সদস্যকে সম্মাননা দেওয়া হয়।