বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। সিলেটের প্রথম ম্যাচে হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতা আনে টাইগাররা। এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মিরাজ দুই ম্যাচে মোট ১৫টি উইকেট নিয়ে আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে পৌঁছেছেন ২৬তম স্থানে। প্রথম ম্যাচে একাই ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তিনি—তৃতীয়বারের মতো এক টেস্টে ১০ বা তার বেশি উইকেট শিকার করা প্রথম বাংলাদেশি বোলার তিনি। চট্টগ্রাম টেস্টে শতরান ও পাঁচ উইকেট শিকারের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য তাঁকে এনে দিয়েছে সিরিজ সেরার পুরস্কার।
অন্যদিকে, বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা তিন উইকেট শিকার করে তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৮তম স্থানে। এই অবস্থানে তিনি যৌথভাবে আছেন জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে। খালেদ আহমেদ এক উইকেট পেলেও দুই ধাপ উন্নতি করে এখন রয়েছেন ৮৫তম স্থানে।
ব্যাটারদের দিকেও কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে হয়েছেন ৪৮তম। জাকের আলী ১০ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৫০তম স্থানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চার ধাপ এগিয়ে আয়ারল্যান্ডের লর্কান টাকারের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন ৫২তম স্থানে। মাহমুদুল হাসান জয় ১৪ ও ৩৩ রান করেও পাঁচ ধাপ এগিয়ে এখন ৯৫তম।
তবে সবটাই উন্নতি নয়। সিরিজে অংশ না নেওয়ায় ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ পিছিয়েছেন লিটন দাস এবং আট ধাপ পিছিয়ে পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
সব মিলিয়ে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুধু সমতায় শেষ হয়নি, বরং ব্যক্তিগত পারফরম্যান্স ও র্যাঙ্কিংয়েও বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার দেখিয়েছেন দারুণ অগ্রগতি।