বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।
মূলত ২০২5 সালের মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই বোর্ড নতুন করে আলোচনায় বসে এবং পরিকল্পনা করা হয় পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের। তবে শেষ পর্যন্ত তা সংক্ষিপ্ত হয়ে তিন ম্যাচেই সীমাবদ্ধ থাকছে।
সফরটি নিয়ে বেশ কিছু দিন অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর সেটির পুনরায় শুরুর সময় বাংলাদেশ সিরিজের সম্ভাব্য সূচির সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। পাশাপাশি ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবও পড়েছিল এই সফর নির্ধারণে। ফলে শেষমেশ সফরটি আদৌ হবে কি না, তা নিয়ে দুই বোর্ডের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দেয়।
তবে সম্প্রতি দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে উচ্চপর্যায়ের এক আলোচনায় চূড়ান্ত সমাধান আসে। দুই বোর্ড সম্মত হয়, বাংলাদেশ তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে।
পিসিবি জানিয়েছে, সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে, ২৯ মে ও ১ জুন—সবগুলোই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল, যেটি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হবে।
সফরের বিস্তারিত সূচি এবং ভেন্যু বিষয়ক তথ্য খুব শিগগিরই যৌথভাবে প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা ও কৌতূহল। এখন অপেক্ষা মাঠে ঝলক দেখানোর।