চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের। বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি ঘোষণা করেছিল বিসিবি, কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক টানাপোড়েনের কারণে এই সফর আর নিশ্চিত নয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল পাঠাতে চাইছে না।
বিশেষ করে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার আশঙ্কাও প্রকাশ করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গেও রাজনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে, যা দক্ষিণ এশিয়ার ক্রিকেট অঙ্গনে অনিশ্চয়তা তৈরি করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিসিসিআইয়ের ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “এই সফর ক্যালেন্ডারে ছিল ঠিকই, কিন্তু এখনো কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।”
এছাড়া কেবল বাংলাদেশ সফর নয়, বছরের শেষ দিকে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছে সংশয়। কাশ্মীর হামলার পর ভারত ইতোমধ্যেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করেছে এবং আরও কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।
এই অস্থির প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে আন্তর্জাতিক সিরিজগুলোর বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন থেকেই যাবে।