বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল দেশের ক্রিকেট প্রশাসনা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের আসনে যাঁরা বসবেন, তাঁদের অবশ্যই থাকতে হবে ক্রিকেট সম্পর্কে মৌলিক জ্ঞান ও গভীর আন্তরিকতা।
শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তামিম খোলামেলা ভাষায় নিজের মতামত তুলে ধরেন।
তিনি বলেন, “জেলা-বিভাগ থেকে যারা ক্রিকেট বোর্ডে প্রতিনিধিত্ব করতে আসবেন, তাঁদের মধ্যে যেন সত্যিকার অর্থে ক্রিকেট বোঝার ক্ষমতা থাকে। যাদের স্বপ্ন আছে—বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার, এমন লোকদেরই বেছে নেওয়া উচিত।” তিনি অনুরোধ জানিয়ে বলেন, “এটা খুব দরকার, কারণ অতীতে আমরা বারবার দেখেছি, কেউ যখন বোর্ড পরিচালক হন, তখন তিনি নিজ জেলা বা বিভাগকে ভুলে যান। তখন তিনি শুধু বোর্ডের পরিচালক হয়ে যান, নিচের স্তরের উন্নয়ন আর তাদের প্রতিনিধি হিসেবে কাজ করা আর হয় না।”
তামিম নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “আমি অনেক জেলায় গিয়েছি। এখনো এমন অনেক জেলা বা বিভাগ আছে যেখানে একটা মানসম্পন্ন ক্রিকেট লিগ পর্যন্ত হয় না। অথচ আমরা বলি ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা! যদি আমরা দেশের সবচেয়ে বড় খেলার সঙ্গে এমন আচরণ করি, তাহলে প্রশ্ন ওঠে—এই খেলা কতটা গুরুত্ব পাচ্ছে বাস্তবে?”
তিনি এও যোগ করেন, “যারা এই জেলা ও বিভাগ থেকে পরিচালক হচ্ছেন, তারাই তো মূল নীতিনির্ধারণে থাকেন। কিন্তু যদি তারা নিজ নিজ এলাকাকে কিছুই না দেন, তাহলে এমন মানুষের ক্রিকেট বোর্ডে কোনো প্রয়োজন নেই। আমার মতে, যোগ্য, দক্ষ, এবং ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞ মানুষদেরই নির্বাচিত করা উচিত।”
তামিম ইকবাল আরও বলেন, “আমি সবসময় নিজের বিশ্বাসের জায়গা থেকে কথা বলি। যেটা সঠিক মনে করি, সেটাই বলি। যেহেতু আমি ক্রিকেটেরই মানুষ, আমি ক্রিকেট নিয়েই কথা বলি। খেলার পর আমরা কেবল জয়-পরাজয় নিয়ে ভাবি, কিন্তু এর পেছনে যে বিশাল পরিকল্পনা, পরিশ্রম, ও পরিচালনার দায়িত্ব থাকে, সেটা অনেকেই ভুলে যাই।”
তিনি মনে করেন, জেতা-হারা কোনো কিছুই শুধু মাঠে ঘটে না—এর পেছনে আছে বিস্তৃত কাঠামো, নেতৃত্ব, এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আর সেই জায়গায় ভুল লোক বসালে কেবল মাঠ নয়, গোটা ক্রিকেট ব্যবস্থাটাই ক্ষতিগ্রস্ত হয়।