আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক হুগো গাত্তি আর নেই। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন ‘এল লোকো’ নামে পরিচিত এই ব্যতিক্রমী ফুটবলার। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে নিউমোনিয়া, কিডনি জটিলতা ও হৃদযন্ত্রের সমস্যায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে পরিবার সিদ্ধান্ত নেয়, তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হবে।
গাত্তি ছিলেন আর্জেন্টিনার ফুটবলে এক অনন্য চরিত্র। সাহসী, স্পষ্টভাষী এবং অনেক সময় বিতর্কিতও। তার ডাকনাম ‘এল লোকো’ মানেই ছিল—পাগলাটে কৌশল আর সাহসী সিদ্ধান্তের প্রতীক। আর্জেন্টিনার শীর্ষ লিগে তিনি খেলেছেন সর্বোচ্চ ৭৬৫টি ম্যাচ, যা আজও এক অনন্য রেকর্ড। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি দেশের দুই বড় ক্লাব রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের হয়ে মাঠ মাতিয়েছেন। বোকার হয়ে ১৯৭৭ সালে জিতেছেন কোপা লিবার্তাদোরেস।
গাত্তির গল্প শুধু ফুটবলেই থেমে থাকেনি—তিনি হয়ে উঠেছিলেন এক সময়ের আলোচিত চরিত্র। একবার দিয়েগো মারাডোনাকে ঠাট্টা করে বলেছিলেন, ‘গর্ডিতো’ (মোটা)। মারাডোনা রেগে গিয়ে পরের ম্যাচে গাত্তির বিপক্ষে জালে বল পাঠান চারবার। গাত্তির এমন ঘটনা ফুটবলে তৈরি করেছে বহু রঙিন অধ্যায়।
গোলবারের নিচে দাঁড়িয়ে তিনি যেমন সাহসী ছিলেন, তেমনি ছিলেন একজন রঙিন মানুষ, ফুটবলের এক ‘পাগলাটে কিংবদন্তি’।