সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক এক সিরিজ হারকে পেছনে ফেলে সামনে তাকাতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। ২-১ ব্যবধানে সিরিজ হেরে মানসিকভাবে পিছিয়ে পড়ার কথা থাকলেও লাহোরে মুখোমুখি হওয়া প্রধান কোচ ফিল সিমন্সের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের ঝিলিক। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের সেরা ক্রিকেট খেলার সময়। পাকিস্তানকে হারানোর সেরা সময় কিনা জানি না, তবে আমরা সিরিজ জিততে এসেছি।’
তিনি সতর্ক করেন, পাকিস্তান দলকে কখনোই সহজভাবে নেওয়া উচিত নয়। তাদের সামর্থ্য যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সিরিজ হার নিয়ে হতাশা থাকলেও তিনি দলের মনোবল নিয়ে আশাবাদী। ‘আমরা মোরালি ভালো আছি। মানসিকভাবে চাঙ্গা রয়েছি। আমার বিশ্বাস, এই সিরিজ জয়ের আমাদের দারুণ সুযোগ রয়েছে।’
কন্ডিশন বুঝে নেওয়ার জন্য সাম্প্রতিক অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনাও করছেন সিমন্স। বিশেষ করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশ নেওয়া ক্রিকেটারদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্স ও অভিজ্ঞতা নিয়েও আশাবাদী কোচ। তিনি বলেন, ‘পিএসএলের অভিজ্ঞতা অবশ্যই কাজে আসবে। রিশাদসহ যারা পিএসএলে খেলেছে, তাদের অভিজ্ঞতা থেকে আমরা শিখতে পারবো। শন টেইট ও মুশতাক আহমেদও পিএসএলের অভিজ্ঞতা নিয়ে আমাদের সঙ্গে আছেন। এখানকার কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নিতে তারা সহায়তা করবেন।’
সম্প্রতি বাজে পারফরম্যান্স ভুলে সামনে ভালো কিছু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ দল ও কোচিং স্টাফ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসে ভর করেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।