পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনেও। ফুটবল ও ক্রিকেটের তারকারা ভক্তদের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন, প্রার্থনা করেছেন শান্তি ও সুখের।
বাংলাদেশ ফুটবল দলের নতুন তারকা হামজা দেওয়ান চৌধুরী শুভেচ্ছা জানানোর পাশাপাশি জুনে জাতীয় দলে ফেরার প্রতিশ্রুতিও দিয়েছেন। ক’দিন আগে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছিলেন শেফিল্ড তারকা হামজা। জাতীয় দলের জার্সিতে অভিষেক রাঙানো এই ফুটবলার এখন ইংল্যান্ডে থাকলেও ভোলেননি বাংলাদেশের সমর্থকদের। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।”
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শুভেচ্ছা জানিয়ে বলেন, “আসসালামুয়ালাইকুম সবাইকে! ঈদ মোবারক। আশা করি, সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।”
এদিকে, সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলতে গিয়ে সৌদি সংস্কৃতিতে মুগ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঈদ উদযাপনে ছিল তার ভিন্ন আয়োজন। তিনি সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে, জোব্বা পরে তলোয়ার হাতে ছবি তুলে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, “এই বিশেষ সময়টি আপনার ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।”
তার ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে।
এদিকে, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর প্রথম ঈদে তিনি ভক্তদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মদ আশরাফুলও পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন।
ঈদের খুশি সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুভেচ্ছা বার্তা দিয়েছে। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বরাবরের মতো এবারও মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছে ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলো। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে ঈদ উৎসবে শামিল হয়েছে।