ফরাসি লিগ ‘আঁ’–তে শিরোপা লড়াই কার্যত নিষ্পত্তির পথে, আর ইংলিশ প্রিমিয়ার লিগেও সেই রকমই চিত্র—প্রায় নিশ্চিত শিরোপা লিভারপুলের হাতে। তবে স্পেন, ইতালি আর জার্মানিতে পরিস্থিতি একেবারেই ভিন্ন। শেষ মুহূর্তের নাটকীয়তা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়েই নির্ধারিত হতে পারে লা লিগা, সিরি আ এবং বুন্দেসলিগার শিরোপা ভাগ্য।
লিভারপুল এখন শিরোপা থেকে মাত্র এক কদম দূরে। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। সমান ম্যাচ খেলে আর্সেনালের সংগ্রহ ৬৩ পয়েন্ট। অর্থাৎ পরের ছয় ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেলেই লিগ শিরোপা নিশ্চিত অল রেডদের। লেস্টার সিটি ও টটেনহ্যামের বিপক্ষে জয় পেলেই উৎসব শুরু হবে অ্যানফিল্ডে। তবে আর্সেনাল যদি ইপসউইচের বিপক্ষে হারে, তাহলে লিভারপুলের ট্রফি জয়ের জন্য লেস্টারের বিপক্ষে জয়ই যথেষ্ট।
এই পরিস্থিতিতে এখন নজর থাকবে ‘সেরা চারে’ কারা জায়গা করে নেয়, সেদিকেই।
স্প্যানিশ লিগে বাকি আর মাত্র ৭ ম্যাচ। ৩১ ম্যাচ শেষে বার্সেলোনা আছে শীর্ষে, আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে মাত্র ৪ পয়েন্টে। রিয়াল চাইলে এই ব্যবধান মুছে ফেলতে পারে, আর তাই শিরোপার হিসেব এখনো উন্মুক্ত। বার্সা তাদের শেষ ম্যাচে লেগানেসকে হারিয়েছে ১–০ গোলে, আর রিয়াল একই ব্যবধানে জিতেছে আলাভেসের বিপক্ষে।
এই উত্তেজনার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে ১১ মে অনুষ্ঠিতব্য এল ক্লাসিকো। বার্সা-রিয়ালের এই মহারণেই হয়তো শিরোপার ফয়সালা হয়ে যাবে।
ইতালিয়ান লিগ সিরি ‘আ’তেও শিরোপার দৌড়ে আছে দুই জায়ান্ট—ইন্টার মিলান ও নাপোলি। ইন্টারের সংগ্রহ ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট, আর এক ম্যাচ কম খেলা নাপোলির পয়েন্ট ৬৫। আজ এম্পোলির বিপক্ষে ম্যাচে জয় পেলে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র ৩ পয়েন্টে। যদিও আগের ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ড্র করে কিছুটা পিছিয়ে পড়েছে নাপোলি।
তবে আজ রাতে জয় না পেলে তাদের শিরোপার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে। জিতলে অবশ্য লড়াইটা ফিরে আসবে জমজমাট রূপে।
গতবারের চ্যাম্পিয়ন লেভারকুসেন এবারও লড়াইয়ে আছে, যদিও আগের সেই দাপট নেই জাবি আলোনসোর দলের মধ্যে। তবুও শিরোপার আশাটা এখনো পুরোপুরি শেষ হয়নি।
২৯ ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৬৯, আর সমান ম্যাচে লেভারকুসেনের ৬৩। এখন শুধু নিজেরা জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে বায়ার্নের পয়েন্ট খরার দিকেও। শেষ পাঁচ ম্যাচে যদি লেভারকুসেন নিজেদের ছন্দ ফিরে পায়, তবে হুট করেই বদলে যেতে পারে শিরোপার রং।
বায়ার্নের জন্যও সাবধানতার কোনো বিকল্প নেই—একটিমাত্র ভুলই তাদের মুকুট হারানোর কারণ হতে পারে।